ব্লকের ওয়ানপিস/ Block paint dress
ব্লকের ওয়ানপিস/ Block paint dress
ব্লক পেইন্ট।
এটি প্রচুর ধৈর্যের কাজ। আপনি যদি আপনার পছন্দের জামাটিকে ব্লকের রং দিয়ে রাঙাতে চান তাহলে আপনাকে অবশ্যই ধৈর্যশীল হতে হবে। এটা সময়ের ব্যাপার। রং ডাইসে লাগিয়ে ছাপ দিলেই তো ব্লক করা হয়ে গেলো, খুব সহজ তাইনাহ? কিন্তু না! এর পেছনে কাহিনি আছে। আপনাকে রং তৈরি করতে হবে। অবশ্য এখন রেডি রং ও পাওয়া যায়। তারপর ডাইসে রং লাগানোর জন্য জায়গা রেডি করতে হবে তারপর ডাইস ভিজিয়ে আবার শুকিয়ে সেটা রং এ লাগিয়ে কাপড়ে ছাপ দিতে হবে। ছাপ দেওয়ার আগে অবশ্যই কাপড়ের নিচে কাথা বা কম্বল জাতীয় কিছু বিছিয়ে নিবেন। নাহলে কিন্তু রঙের ছাপটা সুন্দর ভাবে পড়বে না! তারপর রং টেকসই করার জন্য সেটা শুকিয়ে নিতে হবে পুরোপুরি এবং শুকানোর পর উল্টো করে আইরন করতে হবে। ব্যাস আপনার ব্লকের জামা রেডি।
ব্লকের সুন্দর সুন্দর জামা দেখতে আমাদের পেইজটি ভিজিট করুন। অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।
ধন্যবাদ। 🌹
No comments